Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বান্দরবান জেলা কার্যালয় পরিচিতি

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। বর্তমানে প্রকল্পটি ৬ষ্ঠ পর্যায় চলমান। প্রাক- প্রাথমিক,ধর্মীয় শিক্ষা (শিশু) এবং ধর্মীয় শিক্ষা বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের প্রধান কাজ। এছাড়া নিরক্ষরতা দূরীকরণে,বিদ্যালয়ে গমনোপযোগী ১০০% শিশুকে বিদ্যালয়ে ভর্তিতে এবং ঝরে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে। ১ম,২য়,৩য়,৪র্থ,৫ম,পর্যায়ে সফল বাস্তবায়নের পর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পটির কার্যক্রম ২০২১ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে যা আগামী ডিসেম্বর ২০২৫ সালে শেষ হবে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম“ শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের অক্ষর জ্ঞান ওআধুনিক শিক্ষা দানের পাশাপাশি নৈতিকতা শিক্ষা,শরীরচর্চা ও ধর্মীয় চর্চার সুযোগ রয়েছে। ধর্মীয় চর্চা মানুষেরআধ্যাত্মিক চিন্তা চেতনার  উন্মেষ ঘটায় ।আধ্যাত্মিক চিন্তাআমাদের অন্তরেআদর্শ,নৈতিকতা,সততা,সহনসীলতাৈএবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।তাই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প সমাজ থেকে সহিংসতা দূরীকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তাছাড়াওএ কার্যক্রম হিন্দুধর্মীয়উপাসনালয়গুলোকেআরও প্রাণবন্ত করে তুলেছে।প্রকল্পটি ধর্মীয় সংহতি ও সম্প্রীতি ক্ষেত্রেএকটি যুগান্তকারী প্রদক্ষেপ।