Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক সাম্পতিক কর্মকান্ড
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প। বর্তমানে ৬ষ্ঠ পর্যায় চলমান এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিক্ষা (শিশু) এবং ধর্মীয় শিক্ষা (বয়স্ক) কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা। এছাড়াও, নিরক্ষরতা দূরীকরণ, বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ঝরে পড়া রোধে প্রকল্পটি কাজ করছে। 

এই প্রকল্পের মূল কার্যক্রমগুলো হলো: 

  • শিক্ষাকেন্দ্র স্থাপন ও পরিচালনা:মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক, শিশু এবং বয়স্ক শিক্ষাকেন্দ্র স্থাপন ও পরিচালনা করা।
  • শিক্ষাদান:শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা প্রদান করা, সেই সাথে বয়স্কদের জন্য নিরক্ষরতা দূরীকরণে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
  • ভর্তি ও ঝরে পড়া রোধ:বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ঝরে পড়া রোধে কাজ করা।
  • সচেতনতা বৃদ্ধি:প্রকল্পের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা।
এই কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বিশেষ করে শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।